প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২৮ সালে উন্মোচিত আইফোন ২১ সিরিজে এই উচ্চ রেজ্যুলিউশনের ক্যামেরা ব্যবহার করা হবে। খবর জিএসএম এরিনা।
এর আগে চলতি বছরের মে মাসে অ্যাপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পরীক্ষা করছে—এমন গুঞ্জন শোনা গেলেও তখন বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে আইফোন ২০ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৮ সালের মডেলটির নাম হবে আইফোন ২১। ধারণা করা হচ্ছে, আইফোন ২১ প্রো ম্যাক্স মডেলেই প্রথম এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার অভিষেক হবে, প্রয়োজনে প্রো সংস্করণেও এটি যুক্ত হতে পারে।
ক্যামেরা সেন্সরটি সরবরাহ করবে স্যামসাং, যদিও কোন নির্দিষ্ট সেন্সর ব্যবহার করা হবে তা এখনো নিশ্চিত নয়। ভবিষ্যতে এই সেন্সর যুক্তরাষ্ট্রে উৎপাদিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।




