বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ায় কোম্পানিটির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে টিএসএমসির ব্যবসা সম্প্রসারণ হয়েছে ৩ হাজার ৩০৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪৫ শতাংশ বেশি। এ প্রান্তিকের ফলাফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
এলএসইজি স্মার্টএস্টিমেটের এক জরিপে ২০ জন বিশ্লেষক টিএসএমসির চতুর্থ প্রান্তিক আয় ৩ হাজার ২৭২ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে বাস্তবে আয় হয়েছে তার চেয়েও বেশি। একই সঙ্গে এটি টিএসএমসির নিজস্ব পূর্বাভাসের মধ্যেই রয়েছে। গত অক্টোবরের কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে আয় ৩ হাজার ২২০ থেকে ৩ হাজার ৩৪০ কোটি ডলার হতে পারে বলে ঘোষণা দিয়েছিল।
টিএসএমসির গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় প্রযুক্তি কোম্পানি। সাম্প্রতিক সময়ে এআই সার্ভার ও ডাটা সেন্টারের জন্য চিপের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি ভোক্তা ইলেকট্রনিকস, যেমন ট্যাবলেট ও স্মার্টফোনের চিপের চাহিদায় কভিডকালীন ধসের প্রভাব অনেকটাই কাটিয়ে উঠতে সহায়তা করেছে।
কোম্পানিটির শক্তিশালী ব্যবসায়িক অবস্থার প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারেও। ২০২৪ সালে তাইপে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত টিএসএমসির শেয়ারের দাম বেড়েছে ৪৪ দশমিক ২ শতাংশ।
টিএসএমসি চতুর্থ প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে লাভের বিস্তারিত তথ্যের পাশাপাশি চলতি প্রান্তিক ও পুরো বছরের হালনাগাদ পূর্বাভাস দেয়া হবে।




