ভাঁজ করা ডিসপ্লে নিয়ে কবে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

স্মার্টফোনের বাজারে বড় চমক দিতে যাচ্ছে অ্যাপল। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও অবশেষে অ্যাপল আইফোন ফোল্ড (iPhone Fold) নিয়ে বড় তথ্য সামনে এসেছে। টেক দুনিয়ায় এখন সবচেয়ে বড় কৌতূহল—কবে নাগাদ বাজারে আসবে এই ফোন?

বাজার বিশ্লেষক ও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ২০২৬ সালের শেষের দিকে আইফোন ১৮ সিরিজের সঙ্গে এই ফোল্ডেবল ফোনটি উন্মোচন করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য ফিচার ও প্রযুক্তি সম্পর্কে।

সিওই ওএলইডি প্রযুক্তির ব্যবহার
আইফোন ফোল্ডে ব্যবহার করা হচ্ছে বিশেষ ‘সিওই’ (CoE) বা কালার ফিল্টার অন এনক্যাপসুলেশন ওএলইডি প্যানেল। এই অত্যাধুনিক ডিসপ্লে প্রযুক্তি সরবরাহ করছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং। এই প্যানেল ব্যবহারের ফলে ফোনের ডিসপ্লে যেমন পাতলা হবে, তেমনি ছবি হবে আরও উজ্জ্বল। এছাড়া এটি ব্যাটারির খরচ কমাতেও সাহায্য করবে।

ডিসপ্লে ও ডিজাইন
লিক হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ফোল্ড হবে ‘বুক-স্টাইল’ ফোল্ডেবল। অর্থাৎ এটি বইয়ের মতো ভাঁজ করা যাবে।

ভেতরের ডিসপ্লে: ভাঁজ খুললে মিলবে প্রায় ৭.৮ ইঞ্চির বিশাল স্ক্রিন।

বাইরের ডিসপ্লে: ফোনটি ভাঁজ করা অবস্থায় ৫.৫ ইঞ্চির একটি কভার স্ক্রিন থাকবে।

ক্রিজ-মুক্ত পর্দা: অ্যাপল এমন একটি প্রযুক্তিতে কাজ করছে যেখানে ডিসপ্লের মাঝখানে কোনো ভাঁজ বা দাগ দেখা যাবে না।

পাতলা ও শক্তিশালী গঠন
শোনা যাচ্ছে, এটি হবে এখন পর্যন্ত বাজারের সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোনের একটি। এর পুরুত্ব ভাঁজ করা অবস্থায় মাত্র ৯ মিমি হতে পারে। এতে থাকছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের শক্তিশালী এ২০ (A20) চিপসেট।

প্রতিযোগিতায় স্যামসাং ও ভিভো
স্যামসাং, ভিভো এবং শাওমি ইতিমধ্যেই ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে স্যামসাং তাদের ফোল্ড সিরিজের বেশ কয়েকটি ভার্সন এনে অনেক এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয়, দীর্ঘ সময় নিয়ে তৈরি করা অ্যাপলের এই ফোল্ডেবল ফোন বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলে দেওয়া হলো বসুন্ধরা সিটি

অবৈধ মোবাইল ব্যবসায়ী সিন্ডিকেটের ডাকা ধর্মঘট ও ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমেছেন বৈধ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল থেকে দেশের অন্যতম...

Read more
টিএসএমসির আয় বেড়েছে ২০ শতাংশের বেশি

বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২০ শতাংশের বেশি...

Read more
সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের আয়োজন, কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ চলছে। এবারের আয়োজনে আসুস ব্র্যান্ডের রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের...

Read more
সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব

সাইবার নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করা, দ্রুত হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে বিশ্বব্যাপী অর্ধেকের বেশি...

Read more
Scroll to Top