সিইএস ২০২৬ প্রদর্শনীতে উন্মোচন হলো আসুসের আরওজি গেমিং ল্যাপটপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের আয়োজন, কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৬ চলছে। এবারের আয়োজনে আসুস ব্র্যান্ডের রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের ল্যাপটপসহ প্রদর্শিত হচ্ছে নানা ডিভাইস। লাস ভেগাসে অনুষ্ঠিত এই শো চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

আসুসের আরওজি ব্র্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে “ডেয়ার টু ইনোভেট” শীর্ষক ভার্চুয়াল ইভেন্টে, আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপগুলো ঘোষণা করা হয়। সিইএস ২০২৬ এ ল্যাপটপ ছাড়াও ডেস্কটপ, মনিটর, এক্সেসরিজের মতো বিভিন্ন প্রযুক্তিপণ্য নিয়ে এসেছে আসুস।

প্রদর্শনীতে আরওজির নতুন জেফাইরাস জি১৪ এবং জি১৬ মডেলগুলো এসেছে। এই দুটি ল্যাপটপে রয়েছে সর্বশেষ ইন্টেল এবং এএমডি প্রসেসর, সাথে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স গ্রাফিক্সের ফিচার। গেমিং, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য এই ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। একাধিক কাজ সহজ করার জন্য এসেছে দুটি ফুল-সাইজ ডিসপ্লের ফিচারে আরওজি জেফাইরাস ডুও ল্যাপটপ। আরওজি সিরিজের আরেকটি ডিভাইস হলো ফ্লো জেড১৩-কেজেপি। এটি কোজিমা প্রোডাকশনসের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। ট্যাবলেট, ল্যাপটপ বা গেমিং সিস্টেম হিসেবে এই টু-ইন-ওয়ান ডিভাইসটি ব্যবহার করা যাবে।

সিইএস ২০২৬ এ আরওজির বেশ কয়েকটি নতুন গেমিং এক্সেসরিজ উন্মোচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আরওজি ফ্যালচিয়ন এইস ৭৫ এইচই কীবোর্ড। এটি হট-সোয়াপেবল সুইচ, দ্রুত রেসপন্স এবং অ্যাডজাস্টেবল অ্যাকচুয়েশনের সুবিধা দিবে। হালকা, উন্নত সেন্সরসহ এবং কাস্টমাইজযোগ্য আরজিবি লাইটিং ফিচারে এসেছে আরওজিরকেরিস টু অরিজিন-কেজেপি মাউস। দীর্ঘ গেমিং সেশনের জন্য আর স্পষ্ট এবং দারুণ অডিও ফিচারে এসেছে আরওজির কিথারা হেডসেট।

আসুসের এক্সেসরিজের মধ্যে আরও এসেছে আরওজি সেট্রা ওপেন ওয়্যারলেস ইয়ারবাডস। এটি পিসি, কনসোল ও মোবাইল ডিভাইসের জন্য ডুয়াল কানেক্টিভিটি দেয়। গেমিং কেসের মধ্যে রয়েছে আরওজি ক্রনক্সো এয়ারফ্লো দক্ষতা নিয়ে এসেছে এআরজিবি আরওজি ইউরুক্স জিআর ১২০ ফ্যান। এছাড়া, ওলেড মনিটরসহ আরও এসেছে আরওজি এক্সরিয়াল আর১ এআর গ্লাস যেটি উচ্চ রিফ্রেশ রেট এবং ভার্চুয়াল বড় স্ক্রিনের অভিজ্ঞতা নিশ্চিত করে।

 

 

আরো পড়ুন

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলে দেওয়া হলো বসুন্ধরা সিটি

অবৈধ মোবাইল ব্যবসায়ী সিন্ডিকেটের ডাকা ধর্মঘট ও ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমেছেন বৈধ ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল থেকে দেশের অন্যতম...

Read more
টিএসএমসির আয় বেড়েছে ২০ শতাংশের বেশি

বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২০ শতাংশের বেশি...

Read more
ভাঁজ করা ডিসপ্লে নিয়ে কবে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন?

স্মার্টফোনের বাজারে বড় চমক দিতে যাচ্ছে অ্যাপল। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও অবশেষে অ্যাপল আইফোন ফোল্ড (iPhone Fold) নিয়ে বড় তথ্য...

Read more
সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব

সাইবার নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করা, দ্রুত হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে বিশ্বব্যাপী অর্ধেকের বেশি...

Read more
Scroll to Top